বাংলা৭১নিউজ, সাভার প্রতিনিধি: ঈদকে সামনে রেখে ঢাকা আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। প্রচন্ড গরমে তীব্র রোদে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। কেউ কেউ গাড়িতে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন। যানজটের কারণে অনেকে পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন।
বাসযাত্রীরা জানায়, সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি থেকে থানা বাসষ্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ির তীব্র লাইন দেখা গেছে। অন্যদিকে সকাল থেকে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের ইউনিক থেকে ধউর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
মহাসড়কে যানজট দেখা দেওয়ায় বাস যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাস যাত্রীদের অভিযোগ মহাসড়কে যানজট দেখা দিলেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেনা। এছাড়া আনোয়ার জং আশুলিয়া সড়কের চারাবাগ থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যানজট দেখা দিয়েছে।
এবিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্য (টিআই) আবুল হোসেন জানান, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস