বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর নিউমার্কেট ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে একাধিক মাছের আড়তে অভিযান চালিয়েছে র্যাব। এর মধ্যে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের একটি আড়তে নিষিদ্ধ ফরমালিনযুক্ত মাছ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাব-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, র্যাব-২ ও মৎস্য অধিদফতরের যৌথ সহযোগিতায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিউমার্কেট কাঁচাবাজারের ৫টি মাছের আড়তে অভিযান চালানো হয়। আড়তগুলো ফরমালিনযুক্ত রং দিয়ে মাছ বিক্রি করছে কি না- পরীক্ষা করা হয়। তবে এখানে কোনো প্রকার ফরমালিনযুক্ত রং পাওয়া যায়নি।
অন্যদিকে সকাল সাড়ে ১০টা থেকে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের ৮টি মাছের আড়তে ফরমালিনযুক্ত রং আছে কি না- পরীক্ষা করা হয়। এখানে একটি মাছের আড়তে বোয়াল মাছে ফরমালিন যুক্ত পাওয়া যায়।
এ অপরাধে আড়তদার মো. সাইদুলকে (২৮) ১০ হাজার জরিমানা করা হয় যা তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত কাঁচাবাজার পরিদর্শন করেন এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করেন।
অভিযানে অংশগ্রহণ করেন র্যাব-২ এর মেজর মো. রুহুল আমিন এবং র্যাব সদর দফতরের ফরেনসিক ল্যাবের বিশেষজ্ঞ রিয়াজ মোহাম্মদ মজুমদার।
বাংলা৭১নিউজ/এম.আর