বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে প্রধান সড়কের পূর্বদিকের চেকপোস্টে ‘আত্মঘাতী’ বোমা হামলায় এক যুবক নিহত হয়েছে।
পুলিশের ধারণা, ওই যুবক বোমা বহন করে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, নিহত যুবকের বয়স ২৫ থেকে ৩০। তার পরনে জিন্সপ্যান্ট ছিল। বিস্ফোরণে তার শরীরের নাড়িভুড়ি বেরিয়ে গেছে।
ধারণা করছি যে ওই যুবক বোমা নিয়ে এয়ারপোর্ট বা পুলিশ বক্সের দিকে যাচ্ছিল। হয়তো এই বোমা বিস্ফোরণেই তিনি নিহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ