বাংলা৭১নিউজ, ঢাকা: টানা ৫৫ দিন আইপিএল খেলে গ্রামের বাড়িতে গিয়েছিলেন খানিকটা জিরিয়ে নিতে। তবে বেরসিক ভক্তরা আর সেটা হতে দিলেন কোথায়? সারাক্ষণ ভক্তদের আনাগোনা ছিল মুস্তাফিজের বাড়িতে। এটা নিয়ে রীতিমতো বিরক্ত এই পেসার। তবে দিন কয়েক বিশ্রামের পর আবার ঢাকায় ফিরছেন মুস্তাফিজ।
মুস্তাফিজের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘আজ রাতেই ঢাকায় ফিরবে মুস্তাফিজ। রাতে তার মামা বাড়ীতে থাকবে কাল ক্রিকেট বোর্ডে যাবে সে।’
তবে ঢাকায় ফিরে খুব সম্ভবত সাসেক্সের উদ্দেশ্যে রওয়ানা হবেন মুস্তাফিজ। তবে সবকিছু নির্ভর করছে বিসিবি তাকে ফিট মনে করছে কিনা বা তিনি নিজে খেলার মতো অবস্থায় আছেন কিনা তার উপর।
কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ‘এখন পুরোপুরি সুস্থ নন মুস্তাফিজ। পরীক্ষা-নিরীক্ষার ফল হাতে আসলেই মুস্তাফিজের সাসেক্স যাবার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।’
এদিকে মুস্তাফিজের জন্য পথ চেয়ে আছে সাসেক্স। তারা আশা করছে আজকালের মধ্যেই ইংল্যান্ডের বিমানে উঠবেন এই কাটার মাস্টার। ১০ জুন প্রথম ম্যাচেই মুস্তাফিজকে দলের সাথে চাইছেন তারা।
বাংলা৭১নিউজ/সিএইস