রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. জুয়েল খন্দকার (৫০) নামের এক পরিবহন নেতা আহত হয়েছেন। তার ডান পা গুলিবিদ্ধ হয়।
মো. জুয়েল খন্দকার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
আহতের ভাই মো. রিপন বলেন, সন্ধ্যার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বরের এ এন জে ভবনের নিচতলায় অজ্ঞাত ১৫/২০জন দুর্বৃত্ত এসে কোন কিছু বোঝার আগেই আমরা ভাইয়ের ডান পায়ের রান লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আহত জুয়েল খন্দকারের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি গজারিয়া থানার করিম খা গ্রামের মো. রবিউল্লার খন্দকারের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্য বাড্ডা এলাকা থেকে এক শ্রমিক নেতা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, তার ডান পা গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ