রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দোকানে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. ইকবাল হোসেন (৩৫) নামের এক জুয়েলারি ব্যবসায়ী। এসময় তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে মাতুয়াইলের মৃধাবাড়ি মোল্লাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের মারধরে গুরুতর আহত হয়েছেন ইকবাল হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ইকবাল হোসেন বলেন, যাত্রাবাড়ীতে সামির গোল্ড হাউস নামে একটি দোকান রয়েছে আমার। দুপুরে মোটরসাইকেলে দোকানে যাওয়ার পথে মাতুয়াইলের মৃধাবাড়ি মোল্লাব্রিজ এলাকায় ছিনতাইকারীরা আমার গতিরোধ করেন। এসময় তারা আমার কাছে থাকা দুই লাখ টাকা ও দোকানের কিছু স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে আমি বাধা দেই।
এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাকে রড দিয়ে দুই পায়ে আঘাত করেন। এতে আমি গুরুতর আহত হই। এরপর তারা আমার কাছে থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যান। এসময় রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকলে পথচারীরা আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনদের খবর দেওয়া হলে দুপুর ২টার দিকে তারা আমাকে ঢামেকে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে এক জুয়েলারি ব্যবসায়ী ঢামেক হাসপাতালে এসেছেন। তার দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ