বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানী ঢাকার খিলগাঁও ও ফকিরাপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলা আমির মো. আব্দুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হকসহ চার জঙ্গিকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্য্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১১টার দিকে খিলগাঁও থেকে দুইজন এবং রাত ১টার দিকে ফকিরাপুর থেকে বাকি দুজনকে গ্রেফতার করে র্যাব-৩ সদস্যরা।
ধারণা করা হচ্ছে, ফকিরাপুলে গ্রেফতার দুইজন চট্টগ্রাম থেকে ট্রেনে করে এসে রাতে ঢাকায় নামে। অন্য দলটিও ঢাকার বাইরে থেকে এসেছে। সন্দেহ করা হচ্ছে, নাশকতা চালানোই ছিলো তাদের উদ্দেশ্য।
গ্রেফতারকৃত চারজনের মধ্যে মো. আবদুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হককে ঢাকা জেলা জেএমবির আমির বলছে র্যাব। বাকি তিনজনের নাম প্রকাশ করা হয়নি।
তাদের কাছ থেকে একটি পিস্তল, গুলি, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
মুফতি মাহমুদ খান আরো জানান, বৃহস্পতিবার দুপুরে র্যাব সদরদফতরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
বাংলা৭১নিউজ/এসএস