রাজধানীর শ্যামপুর এলাকা থেকে এক হাজার ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- ওমর ফারুক মিয়া (৩২) ও মো. আমিন (২৮)।
শনিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০-এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শুক্রবার র্যাব-১০-এর একটি দল ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে চার লাখ ৫০ হাজার ৬০০ টাকা মূল্যের এক হাজার ৫০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।
বাংলা৭১নিউজ/এসএইচ