দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে এগিয়ে আছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী। ঢাকার এই আসনটিতে নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ।
খসরু চৌধুরী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়েছেন আওয়ামী লিগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জল হোসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এই আসনে ৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সেখানে দেখা যায়, কেটলি প্রতীকে মো. খসরু চৌধুরী পেয়েছেন ২৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন ১৭৩০ ভোট। আওয়ামী লীগ সমর্থিক লাঙ্গল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন মাত্র ২০০ ভোট।
আলোচিত এই আসনটিতে আওয়ামী লীগ তার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে বসিয়ে দিয়ে জাতীয় পার্টি মনোনীত শেরীফাকে সমর্থন দেয়।
বাংলা৭১নিউজ/এসএইচ