ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। বুধবার (১০ জুলাই) রেল লাইন থেকে অবরোধ তুলে নেওয়ায় বিতেল ৫টা ২০ মিনিট থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।
বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ানবাজার ও মহাখালী আমতলী রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, শিক্ষার্থীরা রেল লাইন থেকে অবরোধ তুলে নেওয়ায় বিকাল ৫টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারছে।
বাংলা৭১নিউজ/এসএস