রাজধানীর মগবাজার, মৌচাক, মালিবাগ রেলগেট পর্যন্ত এলাকায় বুধবার (১০ মে) তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস পাবেন না তিতাস গ্যাসের গ্রাহকরা। একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
মঙ্গলবার (৯ মে) বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বুধবার (১০ মে) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা মগবাজার, মৌচাক, মালিবাগ রেলগেট পর্যন্ত সড়কের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বাংলা৭১নিউজ/এসএইচ