ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আজ ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএস পর্যন্ত বিতরণ পাইপলাইনে লিকেজ মেরামতের কারণে খোলামোড়া, আটিবাজার, কাকাতিয়া, হাজরাতুর ও মাঝেরচর এলাকায় দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহেও চাপ কম হতে পারে।