বাংলা৭১নিউজ, ঢাকা: আসন্ন জাতীয় সংদস নির্বাচনের পরিবেশ ও নিজেদের আসন বণ্টন নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। রোববার বেলা ১২টার দিকে মতিঝিলে ড. কামাল হোসনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসীন মন্টু প্রমুখ উপস্থিত আছেন।
আগামী ৮ ডিসেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন এ জোটটির।
জোটের প্রার্থী চূড়ান্ত করতে এর আগেও বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। যদিও সেগুলো ছিল প্রাথমিক আলোচনা। সেই দিক থেকে আজকের বৈঠকটি গুরুত্বপূর্ণ।
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী তালিকা গতকাল শনিবার রাতে চূড়ান্ত করা হয়েছে। এরপর আজ রোববার আওয়ামী লীগ তাদের চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নের চিঠি হস্তান্তর করছে।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। সেই হিসাবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস