বাংলা৭১নিউজ, ডেস্ক: ‘গাঁজা পরিমাণমতো সেবনে অনেক উপকার হয়’ বিষয়ক ছবিঘরটি দেখে ডয়চে ভেলের অনেক পাঠকই আমাদের ফেসবুক পাতায় এর বিরোধিতা করেছেন৷ লিখেছেন, ‘গাঁজা সেবনে উৎসাহ দেয়া ঠিক নয়৷’
বন্ধু মারুফ লিখেছেন, ‘‘গাঁজা সেবনে কোনো উপকারই নেই৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে এবং নেদারল্যান্ডস সহ আরো কয়েকটা ইউরোপিয়ান দেশ গাঁজাকে নিয়ন্ত্রণ করতে না পেরে শেষ পর্যন্ত নির্দৃষ্ট মাত্রায় গাঁজা সেবনের অনুমতি দিয়েছে৷”
পাঠক পল্লব মনে করছেন ডয়চে ভেলে গাঁজা সেবনে উৎসাহ দিচ্ছে৷ তিনি লিখেছেন, ‘‘ডয়চে ভেলের বোঝা উচিত, বাংলাদেশ একটি রক্ষণশীল দেশ৷ এ দেশের কৃষ্টি-কালচার বহু শতাব্দী ধরে চলে আসছে, যা এই ধরনের মাদক দ্রব্যকে কখনোই সমর্থন করে না৷”
শফিউল ইসলাম রিপনের মন্তব্য: ‘‘এ ধরনের রোগ থেকে মুক্তি বা তার প্রতিকারে গাঁজা সেবনের যুক্তি দেখানো ঠিক নয়৷ এতে করে যারা মাদক খায়, তাদের আরো উৎসাহ বাড়বে৷” তাই এটি সেবনের ফলে মানবদেহে কী কী ক্ষতি হতে পারে, সেটা তুলে ধরে উচিত বলে মনে করেন তিনি৷ বিশ্বে তামাক বাণিজ্যের পরিমাণ ৭৭০ বিলিয়ন ডলারের মতো আর তার সঙ্গে গাঁজাকে বৈধতা দিলে এগুলোর ব্যবসা চাঙ্গা হবে এবং মানবদেহে এর নেতিবাচক প্রভাব দিন দিন বাড়তে থাকবে৷”
‘‘ডয়চে ভেলে গাঁজা খেতে উৎসাহিত করছে” – মন্তব্য মো.আজিমুল হায়দায়ের৷ আর পাঠক নুরুল আমিন একটু ব্যাঙ্গো করেই প্রশ্ন করেছেন, ‘‘তবে কি ইয়াবাও পরিমাণ মতো নিলে উপকার হবে?”
বাংলা৭১নিউজ/তথ্য সূত্র: ডয়চে ভেলে/এসএইচ