বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর ড্রেন নির্মাণের কাজ পঁচা খোয়া দিয়ে রাতের আধারে করা হচ্ছে। ড্রেণের কাজটি দিনে করতে গেলে নি¤œমানের খোয়া ব্যবহার করায় বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। পরে পৌরসভার প্রকৌশলী সদানন্দ বাবু কাজটি বন্ধ করে দেন এবং ঠিকাদারকে সিডিউল মোতাবেক কাজটি করার জন্য বলেন।
গত শুক্রবার থেকে রাতের আধারে কাজটি করতে দেখা যায়। কাজটির চুক্তি মূল্য ২০ লক্ষ টাকা। কাজটি পেয়েছেন মডার্ণ কনেকস্ট্রেশন। এ ব্যাপারে পৌরসভার প্রকৌশলী সদানন্দ বাবু বলেন, আমি ঠিকাদারকে বলেছিলাম ভাল মানের খোয়া দিয়ে কাজ করার জন্য। কিন্তু রাতে তারা কাজ করছে তা আমি জানি না। বিষয়টি আমি দেখছি।
বাংলা৭১নিউজ/জেএস