নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ডোমার পৌরসভার ৮ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
আসাদুজ্জামান উপজেলা ডাঙ্গাপাড়া ৮ নং ওয়ার্ডের মো. একরামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, আজ বুধবার দুপুরে বাড়ির বিদ্যুতের লাইন মেরামত করার সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ