মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএফআইডিসি ও বন অধিদপ্তরের মধ্যে রাবার বাগানের লিজ নবায়ন চুক্তি সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গি এ অঞ্চলের মডেল হতে পারে শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর : পররাষ্ট্র উপদেষ্টা ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৩ খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে তিন শতাধিক বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ ১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়ার দাবি ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি ট্রাম্পের বেসরকারি মেডিকেলে ভর্তি : প্রাথমিক নির্বাচিতদের তালিকা প্রকাশ ডেমরায় ছেলেকে স্কুলে নেওয়ার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম আর নেই ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট গাজীপুরে দুই কারখানায় শ্রমিকদের বিক্ষোভ উদ্বোধন হলো যমুনা রেল সেতু বাহরাইনের প্যাসিফিক অ্যাফেয়ার্স প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

ডেমরায় ছেলেকে স্কুলে নেওয়ার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানী ডেমরা থানাধীন মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় মোটরসাইকেলে করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ওবায়দুর রহমান (২৭) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার ছেলে।

নিহত ওবায়দুর যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মুন্সি বাড়ির আব্দুর রব মুন্সীর ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই কেফায়েত উল্লাহ জানান, আমার ছোট ভাই ওবায়দুর রহমান সকালে তার সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। এই সময় ডেমরার মীরপাড়া সিএনজি পাম্পের সামনে অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে আমার ভাই ও ভাতিজা গুরুতর আহত হয়। পরে পথচারীরা আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। ভাতিজা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ভাতিজার অবস্থাও খুব একটা ভালো না।

ডেমরার এলাকার পুলিশ সার্জেন্টে মনিরুল ইসলাম জানান, সকালের দিকে মিরপাড়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও তার ছেলে আহত হয়। ঘটনার পর জড়িত বাসের মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি।

দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয়দের মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং তার ছেলেকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com