বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। দুই শূন্যপদের বিপরীতে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। নতুন দুই ডেপুটি গভর্নর দেখা করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে।
খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এখন দুজনই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করবেন।
চলতি মাস ফেব্রুয়ারির ২ তারিখে একেএম সাজেদুর রহমান খান এবং গত ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকে দুটি পদ খালি রয়েছে। আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ