বাংলা৭১নিউজ, ডেস্ক: অবশেষে গোলের দেখা পেল ব্রাজিল। গ্রুপের শেষে ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার-ফাইনালে উঠেছে স্বাগতিকরা।
রিও গেমসের পঞ্চম দিনে বাংলাদেশ সময় আজ সকালে গাব্রিয়েল বারবোসা জোড়া গোল করেন। লক্ষ্যভেদ করেন গাব্রিয়ের জেসুস ও লুয়ানও। সমর্থকদের দুয়ো থেকে এবার তাই রক্ষা পায় নেইমাররা।
দক্ষিণ আফ্রিকা ও ইরাকের সঙ্গে গোলশূন্য ড্রয়ে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল অলিম্পিক ফুটবলের অধরা সোনার পদকটা পাওয়ার লক্ষ্যে গেমস শুরু করা ব্রাজিল।
সাও পাওলোতে আগামী শনিবার কোয়ার্টার-ফাইনালে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান পাওয়া ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।
বাংলা৭১নিউজ/সিএইস