ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই সদস্য মারা গেছেন। এছাড়া ডিএমপির আরও অর্ধশতাধিক সদস্য আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত দুই পুলিশ সদস্য হলেন হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার নারী কনস্টেবল আয়েশা আক্তার।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্য মারা গেছেন। গত সপ্তাহে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডিএমপির অর্ধশতাধিক সদস্য রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।
ডেঙ্গু থেকে বাঁচতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এর আগে গত ৪ জুলাই ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়।
একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ ডেঙ্গুরোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে গত ৮ জুলাই একদিনে সর্বোচ্চ ৮২০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।
বাংলা৭১নিউজ/এবি