দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯১৭ জন। এর মধ্যে, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৫ জন, ঢাকার বাইরের ১৪৮২ জন।
বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৫৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৬০ হাজার ৮২৯ জন রোগী।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। এর মধ্যে, ঢাকার ৯৩ হাজার ৮৯৬ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫৮ হাজার ৩৯ জন।
বাংলা৭১নিউজ/এসএইচবি