বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দর চ্যানেলের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় ডুবে যাওয়া ৭৭৫ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি বিলাস’ লাইটার কার্গো জাহাজের উদ্ধার কাজ সোমবার (১৬ এপ্রিল) সকাল ১০টা পর্যন্তও শুরু হয়নি। আগামী ১৫দিনের মদ্যে কয়লাসহ লাইটার জাহাজটি উদ্ধারে ব্যর্থ হলে বন্দরের নিয়ম অনুযায়ী নিলাম ডেকে কয়লাসহ লাইটার জাহাজটি তোলা হবে।
মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ সকাল পোনে ১০টার দিকে জানান, কার্গোটি যে স্থানে ডুবে গেছে, সেখানে গতকাল দুপুরে ‘মার্কিং বয়া’ স্থাপন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। ফলে মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজগুলো দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে পারছে। বর্তমানে বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, কার্গো জাহাজটি ১৫দিনের মধ্যে উদ্ধারের জন্য মালিক পক্ষকে নিদের্শ দেওয়া হয়েছে। এদিকে, এই কার্গোডুবির ঘটনায় বন বিভাগ এক সদস্যের তদন্ত কমিটি গতকাল দুপুর থেকেই সরেজমিনে কাজ করছে।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রবিবার দুপুরে কয়লার মালিক পক্ষে চট্রগ্রামের সাহারা এন্টারপ্রাইজের অপারেশন ম্যানেজার লালন হাওলাদার মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি দাবি করেছেন, দুর্ঘটনায় কোম্পানির ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। একই সঙ্গে ডুবে যাওয়া লাইটার কার্গোর মাস্টার ফরিদ মিয়া দুর্ঘটনার কারণ উল্লেখ করে মোংলা থানায় অপর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদ হাসান জানান, বঙ্গোপসাগরের দিকে কয়লা বোঝাই এই লাইটার কার্গো জাহাজডুবির ঘটনায় সুন্দরবনের কী পরিমাণ ক্ষতি হবে তা নিরূপণ করতে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবিরকে সরেজমিন তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুর থেকেই তদন্ত কমিটি সরেজমিনে কাজ শুরু করেছে। সকাল সোয়া ১০টার দিকে (ডিএফও) মো. মাহমুদ হাসান আরো জানান, ঘটনা সরেজমিন নিরুপনের জন্য আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। পথে আছি।
ঢাকার ইস্টার্ন ক্যারিয়ার নেভিগেশনের মালিক মো. সোহেল আহম্মদ জানান, ডুবে যাওয়া লাইটার কার্গো ‘এমভি বিলাস’কে দ্রুত বন্দরের পশুর চ্যানেল থেকে কয়লাসহ উদ্ধারের জন্য সকল ব্যবস্থা চুরান্ত। বর্তমানে সাগরে জোয়ার ও প্রবল ¯্রােত তাই কাজ শুরু করা যাচ্ছেনা। ভাাটি আসলেই কাজ শুরু হবে।
প্রসঙ্গত, সুন্দরবনের হারবাড়িয়া এলাকার ৬ নম্বর অ্যাকরেজে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি অভজারভার’ ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে। জাহাজটি থেকে রবিবার ভোরে কয়লা নেওয়া হয় ঢাকার ইস্টার্ন ক্যারিয়ার নেভিগেশনের মো. সোহেল আহম্মদের ‘এমভি বিলাস’ কার্গো জাহাজে। খুলনার দুলাল এন্টারপ্রাইজের জন্য ইট ভাটা ও সিরামিক কারখানাগুলোর জন্য আমদানি করা কয়লা নিয়ে তা রাজধানীর মিরপুরের উদ্দেশে রওনা দেয়। কিছু দূর এগোলেই ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে এটি ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা সাত কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
বাংলা৭১নিউজ/জেএস