বাংলা৭১নিউজ, ডেস্ক: কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শুভসূচনা করলো দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারালো প্রোটিয়ারা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। রবিবার জোহানেসবার্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
এদিন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত ম্যাচে অজিদের দেয়া ২৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পায় স্বাগতিকরা।
দলের পক্ষে ওপেনার কুইন্টন ডি কক ১১৩ বল খেলে ১৭৮ রান করেন। তিন বছরের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১১তম সেঞ্চুরি। এদিন এই রান করতে তিনি ১৬টি চার ও ১১টি ছয় মারেন। ডি কক ছাড়া রিলি রুশো ৬৩ ও ফাফ ডু প্লেসিস ২৬ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে স্কট বোল্যান্ড ৩টি ও অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে ডেভিড ওয়ার্নার ৪০, অ্যারোন ফিঞ্চ ৩৩, জর্জ বেইলি ৭৪, মিচেল মার্শ ৩১, জন হ্যাস্টিংস ৫১ রান করেন। প্রোটিয়াদের পক্ষে ডেল স্টেইন ২টি, ওয়েনি পারনেল ১টি ও অ্যান্ডিল ফেহলাকওয়াইও ৪টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক।
বাংলা৭১নিউজ/সিএইস