বাংলা৭১নিউজ,ডেস্ক: সম্প্রতি বাজারে আসে শাওমির পোকো এফ ওয়ান মডেলের ফোনটি। বাজেট ফ্রেন্ডলি আর আকর্ষণীয় ফিচার ও ডিজাইনের কারণে অনেকেই কিনেছিলেন। কিন্তু মাস গড়াতে না গড়াতেই ফোনটিতে বড় ধরণের ত্রুটির কথা জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন ফোনটির ডিসপ্লেতে বড় ধরনের ক্রুটি রয়েছে। খবর গিজবট ডটকমের।
ভারত, মালয়েশিয়া ও ইন্দোনোশিয়ার একাধিক ক্রেতারা অভিযোগ করেছেন, তাদের ফোনে ইন্টারনেট থেকে এইচডি ভিডিও স্ক্রিমিং করা যাচ্ছে না। পর্যাপ্ত হার্ডওয়্যার না থাকার কারণেই এই সমস্যা হচ্ছে।
সম্প্রতি ফোনটির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ তুলেছেন ক্রেতারা। অ্যানড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ফোরাম এক্সডিএ-ফোরামে ক্রেতারা অভিযোগ করেছে শাওমির পোকে এফ ওয়ান ফোনের ডিসপ্লের নিচ থেকে ডিসপ্লে আলো বের হয়ে আসছে। টেকনিক্যাল ভাষায় একে বলে ‘ডিসপ্লে ব্লিডিং’।
এর ফলেই অন্ধকারে এই ফোন ব্যবহারের সময় ডিসপ্লের নিচ থেকে আলো দেখা যাচ্ছে। শুরুতে শুধুমাত্র ভারতের গ্রাহকরা এই সমস্যার কথা জানালেও পরে ইন্দোনেশিয়ার এক পোকো এফ ওয়ান গ্রাহক জানিয়েছেন তার ফোনের ডিসপ্লেতেও একই সমস্যা দেখা গিয়েছে।
এর ফলে পোকো এফ ওয়ান ফোনের হার্ডওয়্যারের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। অথচ ইন্টারনেট থেকে এই ফোন দিয়ে এইচডি ভিডিও ঠিক মত দেখা যাচ্ছে না।
ফোনটি প্লাস্টিক পলিকার্বোনেট দিয়ে বানানো হয়েছে। তবে হাই এন্ড ৮ জিবি র্যাম ভেরিয়েন্টে কেভলার ব্যাক ব্যবহার হয়েছে।
ফোনটি পরিচালনার জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।
বাংলা৭১নিউজ/জেড এইচ