বুধবার, ২২ মে ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

ডিলারের স্ত্রীর ভাইয়ের বাড়িতে ১০ টাকা কেজির ১৭০ বস্তা চাল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের মল্লিকপুর গ্রাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আবু সাইদ। তার ম্যানেজার মল্লিকপুর গ্রামের আব্দুর রউফ। তিনি ডিলার আবু সাইদের স্ত্রীর বড় ভাই। মল্লিকপুর গ্রামে আব্দুর রউফের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭০ বস্তা সরকারি চাল অন্য বস্তায় করে রাখা হয়েছিল। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। তবে এ সময় আব্দুর রউফকে পাওয়া যায়নি।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডিলার আবু সাইদ ও ম্যানেজার আব্দুর রউফ যোগসাজস করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির পাঁয়তারা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুজ্জোহা বলেন, চাল দেয়া এখনও শেষ হয়নি। যে পরিমাণ চাল দেয়া হয়েছে এবং যতগুলো কার্ডধারী আছে তা হিসেব করলে পুরো চালের তথ্য পাওয়া যাবে। যদি অনিয়ম হয় তাহলে বুঝা যাবে। এছাড়া চাল গুদামে বা দোকানে রাখতে হবে। কারও বাড়িতে রাখা যাবে না। যদি বাড়িতে রাখে তাহলে অসৎ উদ্দেশ্য ছিল।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচির বস্তার চালগুলো ভিন্ন বস্তায় করে রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল জেলার রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির নয় বস্তা ও ২ এপ্রিল কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়া থেকে ১৩৮ বস্তা এবং ৬ এপ্রিল বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রাম থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

বাংলা৭১নিউজ/জেআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com