বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র্যাব-১।
মঙ্গলবার দিবাগত রাতে তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ এবং পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব-১ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/জেআই