বাংলা৭১নিউজ, ঢাকা: ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুসহ ৫ দফা দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালু করতে হবে। বেকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি করা সহ-কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি কোর্স অবিলম্বে বন্ধ করতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও ফার্মেসি কাউন্সিল কর্তৃক পরিচালিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স আগের মতো ৪ বছর বহাল করতে হবে। বেসরকারি, হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে বেকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও ফার্মেসি কাউন্সিলের সনদধারীদের নিয়োগের নীতিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এ সময় বক্তারা ২০১৪ সালের এই দিনে উল্লেখিত দাবিগুলো আদায়ের লক্ষ্যে বরিশাল আইএইচটিতে কর্মসূচি পালনকালে পুলিশি হামলার এখন পর্যন্ত বিচার না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
আয়োজক সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস