দেশে জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। এর ফলে বিদ্যুতের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হয়ে লোডশেডিং কার্যক্রম চলবে রাত ১০টা পর্যন্ত।
রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।
ডিপিডিসির তথ্যমতে— এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে, ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
রাজধানীর কোন এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে ক্লিক করুন ডেসকো ও ডিপিডিসি।
বাংলা৭১নিউজ/এসএইচ