ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সাথে সংশ্লিষ্ট গ্রাহকদের ডিজিটাল ভ্যাস সেবা প্রদানের লক্ষ্যে রবি আজিয়াটা লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ব্র্যাক ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়।
রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), ভ্যাস এবং নিউ বিজনেস, আরমান আহমেদ সিদ্দিকী এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং, সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এই স্ট্র্যাটেজিক চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ, আস্থা, এর সাথে রবির ডিজিটাল জীবনধারার জন্য তৈরি জনপ্রিয় সেবা সমূহের ডিজিটাল সংযুক্তি।
এই চুক্তির আলোকে আস্থা অ্যাপ
ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের গ্রাহকগণ রবির হিরো প্রডাক্ট সমূহ সাবস্ক্রাইব করতে পারবেন, রবির জনপ্রিয় ডিজিটাল গেমস উপভোগ করতে পারবেন, আর-ভেঞ্চার্সের মাধ্যমে স্টার্টআপ ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে পারবেন, রবির ডিজিটাল টিকেটিং প্লাটফর্ম, বিডিটিকেটস থেকে টিকেট কিনতে পারবেন, রবির ওটিটি প্লাটফর্ম, বিঞ্জ, সাবস্ক্রাইব করতে পারবেন, অরিজিনাল ডিজিটাল গ্যাজেট রবির ইকমার্স প্লাটফর্ম, রবিশপ থেকে কিনতে পারবেন। এছাড়া, এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংকের বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ ডিজিটাল সেবা দেয়ার সুযোগ তৈরি হবে।
চুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে রবির ইভিপি, ভ্যাস এবং নিউ বিজনেস, আরমান আহমেদ সিদ্দিকী বলেন: “ব্র্যাক ব্যাংকের সাথে এই স্ট্র্যাটেজিক চুক্তি নিয়ে আমরা ভীষণ উৎসাহিত বোধ করছি। ডিজিটাল কোম্পানিতে রূপান্তরের অংশ হিসেবে রবি বেশ অগ্রসর হয়েছে এরই মধ্যে। এই চুক্তির মাধ্যমে আমাদের জনপ্রিয় ডিজিটাল সেবাগুলো ব্র্যাক ব্যাংকের প্রযুক্তি সচেতন গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হল।”
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং, সৈয়দ আব্দুল মোমেন বলেন: “প্রতিষ্ঠালগ্ন থেকে ১৫ লক্ষ এসএমই গ্রাহককে ব্যাংকিং সেবা দিতে পেরে আমরা গর্বিত। আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য নতুন নতুন আর্থিক সেবা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদানে নিবেদিতভাবে কাজ করে থাকি। এই সমঝোতা চুক্তির মাধ্যমে রবির সাথে কাজ করে আমাদের এসএমই গ্রাহকদের জন্য অভিনব ডিজিটাল সেবা প্রদানের সুযোগ তৈরি হয়েছে ।”
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে:
ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ব্র্যাক ব্যাংক টানা ৫ বছর ধরে বাংলাদেশের সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ মুডি’স (Moody’s) রেটিং (বর্তমানে B1) পেয়ে গর্বিত। বিশ্বখ্যাত এসঅ্যান্ডপি (S&P) গ্লোবাল রেটিং (B+) দ্বারা ক্রেডিট রেটিং সম্পন্নকারী বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংক। বর্তমানে ১৪ লাখ গ্রাহককে সেবা প্রদান করছে। ব্যাংকটি ইতোমধ্যেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি বৈশ্বিক টেকসই সংগঠন – গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস (GABV) – এর সদস্য। বিস্তারিত জানতে, ভিজিট করুন: www.bracbank.com.
বাংলা৭১নিউজ/সূত্র: মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, রবি আজিয়াটা লিমিটেড কর্তৃক ইস্যুকৃত