বাংলা৭১নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। বুধবার সকালে গণভবনে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি. মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তব এবং আমরা তা বাস্তবায়ন করেছি। আর এর সুফলটা গ্রামের মানুষ পাচ্ছে। আমরা ১ কোটি ৩০ লক্ষ সুবিধাবঞ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে টাকা পৌঁছে দিচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে। আমি মনে করি, এতে আমাদের মায়েদের কষ্ট কমবে।’
বাংলা৭১নিউজ/এসএইস