ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না। এ আইন ব্যবহৃত হচ্ছে সরকারের নিরাপত্তার জন্য বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বলেন, সরকারের অবৈধ শাসন, দুর্নীতি ও লুটপাট সুরক্ষা দিতে এবং বিরোধীদলের কণ্ঠরোধ করার জন্য এ নিবর্তনমূলক আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনে গ্রেফতারদের মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাতে প্রমাণ হয় এই আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না।
শনিবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে এই মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল।
মানববন্ধনে আ স ম আবদুর রব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোনো সুযোগ নেই। এ আইন দ্রুত বাতিল করতে হবে।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ভয়ংকর ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিক বা নাগরিক গ্রেফতার করে যে তুঘলকি কাণ্ড করা হচ্ছে তা পুরো বিচার ব্যবস্থাকেই পঙ্গু করে দিয়েছে। প্রথম আলোর সম্পাদকসহ সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই অসাংবিধানিক সরকার অপসারণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
জেএসডির ঢাকা মহানগর সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কে এম জাবির, এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আইন ও বিচার বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক মজুমদার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক আজম খান, এম এ আউয়াল, তাবাসুম মৌ প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএইচ