বাংলা৭১নিউজ, ঢাকা: জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার জন্যই এ সরকার আইনটি করেছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা।
আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশনে তাঁরা বলেন, সরকারের শেষ সময়ে এসে আইনটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। সরকারের অপকর্ম ঢাকার জন্যই আইনটি জাতীয় সংসদে পাস করা হয়েছে বলে অভিযোগ সাংবাদিক নেতাদের।
প্রধানমন্ত্রী এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার বক্তব্যের পর তিন মন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের বৈঠকের ওপর আস্থা রাখতে পারছেন না বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।
অনশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমদ, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, সহসভাপতি শাহিন হাসনাত, সহসাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস