মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সর্বস্তরেই চিকিৎসকদের পদোন্নতি, কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, সহকর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র মহাসড়ক ট্রাম্পের বিরুদ্ধে মুসলিম অধিকার সংস্থার মামলা এপ্রিলে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল ‘বিকাশ’-এর ফেসবুক লাইভ থেকে কেনাকাটার সুযোগ ‘রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা’ বাংলাদেশি এনজিও টিএমএসএসকে জাপানের ৯১ লাখ টাকা সহায়তা বিয়ে করলেন সমন্বয়ক রাফি আরও ১১৫ উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন ডিজিটাল নজরদারি আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শিগগিরই রোডম্যাপ চায় বাংলাদেশ মার্কিন সিনেটর গ্যারি পিটার্স ঢাকায় এসেছেন নরসিংদীতে ঘরে ঢুকে ৩ সন্তানের জননীকে ধর্ষণ, হত্যার হুমকি বিএনপিকে ১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে: তারেক রহমান ‘পুঁজিবাজারে যত সুবিধাই দেওয়া হয়েছে, মার্কেটে বেনিফিট দেখা যায়নি’ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন এমসি কলেজে ধর্ষণের মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

ডিজিটাল নজরদারি আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অ্যান্টি-ডিসক্রিমিনেশন লিগ্যাল ফোরামের (এডিএলএফ) উদ্যোগে ‘বাংলাদেশে ডিজিটাল নজরদারি আইন ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামটরে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় আইন বিশেষজ্ঞ, গবেষক, মানবাধিকার কর্মী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যেখানে ডিজিটাল নজরদারির ফলে নাগরিক অধিকার ও স্বাধীনতার ওপর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংঠনের সদস্য নফিউল আলম সুপ্ত, আবিদ আনসারী, ইশতিয়াক আহমেদ জিপু, সুমাইয়া শাহরিয়ার ফিদাসহ অনেকেই বক্তব্য প্রদান করেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী সর্বব্যাপী নজরদারির সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করেন। তিনি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামোর ওপর এর প্রভাব তুলে ধরে ব্যাখ্যা করেন যে, নজরদারি ও মানবাধিকার মূলত পরস্পরবিরোধী এবং একসাথে সহাবস্থান করতে পারে না।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং পলিসি স্কলার সাবহানাজ রাশিদ দিয়া ঔপনিবেশিক যুগের নজরদারি আইন পর্যালোচনা করেন। তিনি ব্যাখ্যা করেন যে, বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলির প্রতিক্রিয়ায়, বিশেষ করে ২০০১ সালের পর, আধুনিক নজরদারি আইন প্রণীত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নজরদারির সামাজিক প্রভাব পুরোপুরি বুঝতে হলে, ভূরাজনৈতিক ও অন্যান্য বৈশ্বিক কারণগুলোকেও বিবেচনায় নেওয়া জরুরি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার দেশের আইনগত কাঠামোর দুর্বলতা নিয়ে আলোচনা করেন, যা নজরদারির অপব্যবহার রোধে সংস্কার প্রয়োজন।

তিনি উল্লেখ করেন যে, শারীরিক নজরদারি সভ্যতার শুরু থেকেই ছিল, তবে বর্তমান যুগে সাইবার নজরদারি সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তিনি আইনগত নজরদারির জন্য কার্যকর তদারকি ব্যবস্থা চালু করা এবং নজরদারির প্রয়োজন ও অধিকার রক্ষার মধ্যে যথাযথ ভারসাম্য নিশ্চিত করার সুপারিশ করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান ‘যৌক্তিক বিধিনিষেধ’ নীতির বিচারিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন যে, ‘যৌক্তিক বিধিনিষেধের’ দোহাই দিয়ে পরিচালিত অনিয়ন্ত্রিত নজরদারি কার্যক্রম বন্ধ করতে হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ বার কাউন্সিলের আইনি শিক্ষা কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পুরো আলোচনা সভাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এডিএলএফের অন্যতম প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মনির হোসেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com