বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি : নাটোরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
সভায় জানানো হয়, জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালি মাঠে সোমবার থেকে শুরু হতে যাওয়া তিনদিন ব্যাপি এ উদ্ভাবনী মেলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা প্রদানে গৃহিত পদক্ষেপসমূহ তুলে ধরা হবে।
উক্ত উদ্ভাবনী মেলায় ই-সেবা, ইনোভেশন, ডিজিটাল সেন্টার, অর্থনৈতিক সমৃদ্ধিতে ই-কমার্স, মাল্টিমিডিয়া ক্লাসরুম, তরুণ উদ্ভাবক এরকম ৬টি প্যাভিলিয়ন সহ ১২০টি স্টল থাকবে যেখানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সমূহ তাদের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সাধারণ জনগণকে সেবা দেয়ার চিত্র তুলে ধরবেন। এছাড়াও ৩ দিন ব্যাপি এ মেলায় উদ্ভাবনী প্রতিযোগীতা, “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প” বিষয়ক প্রতিযোগীতা ও “আমার চোখে ডিজিটাল বাংলাদেশ” বিষয়ক প্রতিযোগীতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুনিরজ্জামান ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. চিত্রলেখা নাজনীন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক অল মামুন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস