দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ মার্চ) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৪৫ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্সিইনফোসিসে ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৬৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১১৭ কোটি ৬৬ লাখ ৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচের ৩৬ লাখ ৯৭ হাজার ৩৬৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১১৪ কোটি ৫ লাখ ১ হাজার টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১০৩ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকা, এডিএন টেলিকমের ৯৭ কোটি ৮২ লাখ ২৯ হাজার টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৯৪ কোটি ৯ লাখ ৭ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৯২ কোটি ২ লাখ ৬ হাজার টাকার, বিডিকম অনলাইনের ৭৮ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৬৬ কোটি ৭১ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৫ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ