ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল ও বংশাল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির গুলশান থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজুকে হাতিরঝিল থানার ওসি এবং লজিস্টিকস্ বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে বংশাল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে বংশাল থানার ওসি আতিকুর রহমানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ