“নারী ও শিশু নির্যাতনকে না বলুন”- এ প্রত্যয় সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবসময় তৎপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কুইক রেসপন্স টিম। এরই ধারাবাহিকতায় প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি হটলাইন নম্বর (০১৩২০০৪২০৫৫) চালু করেছে ডিএমপির কুইক রেসপন্স টিম। যে কোনো ধরনের নির্যাতনের তথ্য জানানো যাবে এ হটলাইন নম্বরে।
সোমবার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় নির্যাতনের শিকার যে কোনো বয়সের নারী ও শিশুকে উদ্ধারপূর্বক আইনি সহায়তা দিতে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই কাজ করছে কুইক রেসপন্স টিম।
দেশের যে কোনো স্থান থেকে নির্যাতনের শিকার নারী-শিশুরা এ হটলাইন নম্বরে যোগাযোগ করে সব ধরনের আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ