ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়।
ডিএমপি পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানীকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগে বদলি করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ