ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ২ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রোববার (১৩ জুন) ঢাকা ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (এসি) ট্রাফিক-উত্তরা পূর্ব জোন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নূরুল মোত্তাকিনকে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ