বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক মহিদুল ইসলাম রাজুর অকস্মাৎ চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ আজ বুধবার এক বিবৃতিতে মহিদুল ইসলাম রাজুকে চাকরিতে পুনর্বাহলের দাবি জানিয়ে বলেন, তিনি (রাজু) একজন দক্ষ ও সৎ সাংবাদিক। পেশাগত ক্ষেত্রে তিনি যেমন দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন, তেমনি সংগঠক হিসেবেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহিদুল ইসলাম রাজুর চাকরিচ্যুতি সাংবাদিক সমাজকে বিস্মিত ও ক্ষুদ্ধ করেছে। চাকরিবিধির সব নিয়ম-কানুন ভঙ্গ করে কোন প্রকার পূর্ব সতর্কীকরণ ছাড়াই এ ধরনের চাকরিচ্যুতি অযৌক্তিক ও বে-আইনি। নেতৃবৃন্দ অবিলম্বে মহিদুল ইসলাম রাজুকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, এ ঘটনাকে (চাকরিচ্যুতি) কেন্দ্র করে ভবিষ্যতে যদি কোন অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয় তার দায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
বাংলা৭১নিউজ/জেএস