বাংলা৭১নিউজ, ঢাকা: পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ শুকুর আলী (শুভ)।
সাইফুল ইসলাম ৬০৭ এবং সৈয়দ শুকুর আলী ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আজ রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়।
ডিআরইউর বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, দপ্তর সম্পাদক জিহাদ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. মহসিন হোসেন, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, সমাজকল্যাণ সম্পাদক কাওছার আজম, ক্রীড়া সম্পাদক আরাফাত দরিয়া। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি, আব্দুল হাই তুহিন, জাফর ইকবাল, মাহমুদা ডলি, জান্নাতুল ফেরদৌস পান্না, এস এম এ কামাল ও কামাল মোশারেফ।
পাঁচটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহসভাপতি গ্যালমান শফি, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, নারীবিষয়ক সম্পাদক ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী।
বাংলা৭১নিউজ/সিএইস