বাংলা৭১নিউজ, ঢাকা : পেশাদার প্রতিবেদকদের সক্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি হয়েছেন সাখাওয়াত হোসেন বাদশা (দৈনিক ইনকিলাব)। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মোরসালিন নোমানী।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জিলানী মিল্টন (দৈনিক নয়াদিগন্ত)।
আজ সন্ধ্যায় ডিআরইউ নির্বাচন কমিটির চেয়ারম্যান ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ফল ঘোষণা করেন।
আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১ হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২০ জন ভোট দিয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএইস