বাংলা৭১নিউজ, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরোসার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। ডা. কনক কান্তি এ বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন বিভাগের চেয়ারমেন ও সার্জারি বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অধ্যাপক কামরুল হাসান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ২৩শে মার্চ ভিসি হিসেবে কামরুল হাসানের মেয়াদ শেষ হলে তিন বছরের জন্য ভিসির দায়িত্ব পালন করবেন কনক কান্তি বড়ুয়া।
ঢামেক হাসপাতাল থেকে ১৯৭৭ সালে এমবিবিএস পাস করা অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সভাপতি।
তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলা৭১নিউজ/জেএস