বাংলা৭১নিউজ,ঢাকা: ডায়াবেটিস বিষয়ে শিক্ষা শুধু রোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। একই সঙ্গে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, ডাক্তার ও নার্সসহ সবার এ বিষয়ে ব্যাপক সচেতনতার প্রয়োজন আছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবস : প্রেক্ষিত বাংলাদেশ ডায়াবেটিসের ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ৭১ ফাউন্ডেশন ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। সভায় আলোচকরা বলেন, ডায়াবেটিক রোগীদের জন্য পরামর্শ হলো, সুষম খাবার গ্রহণ, নিয়মিত হাঁটা, শরীরকে সচল রাখা, ডাক্তারের পরামর্শ মতে ওষুধ, ইনসুলিন গ্রহণ করা। বাংলাদেশে ২০ ভাগেরও কম রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সফল। বাংলাদেশের জন্য সবচেয়ে মারাত্মক পরিস্থিতি হলো- এখানে অতি অল্প বয়সের ছেলে-মেয়েরা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।
তারা বলেন, পারিবারিক অন্যান্য অসুবিধা যেমন, কর্মঘণ্টা ও উৎপাদনশীলতা কমে যাওয়া থেকে শুরু করে জাতীয় বাজেট ও চিকিৎসা ব্যবস্থায় চাপ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ খুব বেশি কঠিন বা চিকিৎসার মতো ব্যয়বহুল নয়। তাই এই রোগের চিকিৎসার পাশাপাশি সার্বিক বিবেচনায় চিকিৎসার চেয়েও অধিক গুরুত্ব দিতে হবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থায়।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসেরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী ডা. মুরাদ হাসান, ডায়াবেটিস গবেষক প্রফেসর মো. আবু সাঈদ, বিশিষ্ট চিকিৎসক ডা. খালেদ শওকত, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. লেলিন চৌধুরী প্রমুখ।
বাংলা৭১নিউজ/সি এইস