বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে

ডায়রিয়ায় শিশুমৃত্যু কমেছে এক-তৃতীয়াংশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: গবেষকরা বলছেন, ২০০৫ এর তুলনায় ২০১৫ সালে ডায়রিয়ার কারণে বিশ্বব্যাপী শিশু মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমছে। বিবিসি।

ল্যানসেটের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও বিশুদ্ধ খাবার পানি প্রাপ্তির কারণে এ হার কমেছে। তবে এখনও দুর্বল ও অপুষ্টিতে ভোগা শিশুরা ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পরিস্থিতির উন্নয়নে নতুন প্রতিষেধকের অবদান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে এরপরও বিশ্বব্যাপী শিশুমৃত্যুর জন্য ডায়রিয়ার চতুর্থ বড় কারণ। ৫ বছর বয়সের আগেই প্রতিবছর ৫ লাখ শিশুর মৃত্যু হয় ডায়রিয়ার কারণে।

তবে ধারণা করা হয় প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। কারণ, যেখানে ডায়রিয়ার প্রকোপ সবেচেয় বেশি হয়, সেই সাব সাহার অঞ্চলের উপাত্তের ঘাটতি রয়েছে।

নিউমোনিয়া বা হামের কারণে মৃত্যুর জন্যও ডায়রিয়াকে পরোক্ষভাবে দায়ী করা হয়।

নিউ গ্লোবাল বার্ডেন অব ডিজিজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, ডায়রিয়ার কারণে মোট যে মৃত্যু হয়েছে তার এক-তৃতীয়াংশের বেশিই হয়েছে নাইজেরিয়া এবং ভারতে।

মলমিশ্রিত পানির কারণে রোটাভাইরাস এবং কলেরার মতো রোগগুলো ছড়ায়। এসব রোগ প্রতিরোধযোগ্য এবং এর চিকিৎসাও রয়েছে।

গবেষকরা বলছেন, ডায়রিয়ার কারণে মৃত্যুহার ২০ শতাংশের বেশি কমলেও এ রোগে আক্রান্ত হওয়ার হার কমছে ধীরগতিতে। শিশুদের মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুহার কমেছে ৩৪ শতাংশ। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে এ হার কমেছে ১০ শতাংশের কিছু বেশি।

ডায়রিয়াজনিত রোগগুলোর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য রোটাভাইরাসই সবচেয়ে বিপজ্জনক। তবে ২০১৫ সালে এ রোগে মৃত্যুহার ৪৪ শতাংশ কমেছে।

গবেষকরা এর কৃতিত্ব নতুন টিকাকেই দিচ্ছেন।

যেভাবে ডায়রিয়া প্রতিরোধ করা সম্ভব

• বিশুদ্ধ পানি পান করতে হবে।
• উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা।
• সাবান দিয়ে হাত ধুতে হবে।
• জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে বুকের দুধ পান করাতে হবে।
• নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং পরিষ্কার খাবার খেতে হবে।
• কিভাবে রোগ ছড়ায় তা সম্পর্কে ধারণা থাকতে হবে।
• রোটাভাইরাসের প্রতিষেধক নিতে হবে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com