বাংলা৭১নিউজ, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে ডাব চুরি কেন্দ্র করে কাউসার হোসেন (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে পাশ্ববর্তী বাড়ীর লোকজন। সোমবার রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় ঘাষিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঘাষিপুর গাজী বাড়ীর কালু গাজীর ছেলে। সে পেশায় কৃষক।
মঙ্গলবার দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, একই বাড়ীর বাচ্চু গাজীর ছেলে রাকিব (২০) ও আবদুল হান্নান (৫০)। হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বাবা কালু গাজী জানান, সোমবার রাতে আমার ছেলে কাউসার বাজার থেকে বাড়ী আসার সময় ডাব চুরি কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে বাচ্চু গাজীর ছেলে রাকিব (২৪), তার মা লিলুফা বেগম (৩০), একই বাড়ীর আবদুল হান্নান (৫০) ও তার ছেলে হাছান (২০) তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
নিহতের মা মাহফুজা বলেন, আমার ছেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে ঘরের ভেতরে আটকে মাথায় আঘাত করে হত্যার পর বাড়ীর উঠানে ফেলে রাখে।
থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, মাথায় গুরুতর আঘাতেই কাউসারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহা: জাবেদুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সন্দেহভাজন ২জনকে আটক এবং হত্যাকান্ডের ব্যাপারে মামলা হয়েছে ।
বাংলা৭১নিউজ/জেএস