বাংলা৭১নিউজ, ঢাকা : নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির ব্যাগ চুরির ঘটনায় রবিউল ইসলাম ওরফে রবি নামে এক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে আজ ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন রিমান্ড মঞ্জুর করেন।
রবিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।
রিমান্ড আবেদনে বলা হয়, রাষ্ট্রদূতের ব্যাগ চুরির কারণে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ব্যাপক ক্ষুন্ন হয়েছে। ব্যাগে আইপড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি এবং জরুরি কাগজপত্র ছিল। এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিভিন্ন চোরাই মালামালসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ আসামির সাত দিনের রিমান্ড প্রয়োজন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী এসডি দুলাল রিমান্ড বাতিল করে রবির জামিন প্রার্থণা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রবির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
ব্যাগ চুরির ঘটনায় রুবেল হাওলাদার ও শাওন নামের দুইজন রিমান্ড শেষে কারাগারে রয়েছে।
প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়। ব্যাগে আইপড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি এবং জরুরি কাগজপত্র ছিল।
চুরি করা ব্যাগটিতে থাকা মোবাইল ফোনসেট গত ২৩ নভেম্বর বসুন্ধরা সিটি মার্কেটের এক দোকানে বিক্রি করে রুবেল। চুরির মোবাইল ফোন কেনায় দোকানের মালিককেও গ্রেপ্তার করে পুলিশ।
বাংলা৭১নিউজ/এম