ঢাকার আশুলিয়ায় ডাকাতের গুলিতে মফিজুল ইসলাম (২৪) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক মোমেনুল ইসলাম।
নিহত মফিজুল টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা বলে জানা গেছে। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির জানালা কাটা শুরু করলে বাড়ির সবাই চিৎকার দেন। এ সময় ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বেরিয়ে বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় মফিজুলকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পেটে ২১টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ