বাংলা৭১নিউজ,ঢাকা: ডাকসু অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে লাইভে এ অভিযোগ করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। লাইভের শিরোনামে তিনি লিখেন, ডাকসুতে আওয়ামী গুণ্ডা মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা, ডাকসু ভাঙচুর, আমরা অবরুদ্ধ।
২ মিনিট ১১ সেকেন্ডের লাইভে ডাকসু অফিসের ভেতরে মেঝেতে এলোমেলোভাবে কয়েকটি ভাঙা চেয়ার পড়ে থাকতে দেখা যায়। লাইভে বলা হয়, আওয়ামী গুণ্ডাদের, আওয়ামী স্বৈরাচার সস্ত্রাসীরা আমাদের বিভিন্নভাবে হামলা-মামলা করে তারা দমন করতে চায়। আজকেও যখন বিশ্ববিদ্যালয়ে এসে আমরা ডাক্তার দেখাতে গেছি ঢাকা মেডিক্যালে, সেখান থেকে ক্যাম্পাসে আসার পরই আওয়ামী গুণ্ডা ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা চালিয়ে ডাকসু ভাঙচুর করেছে।
বাংলা৭১নিউজ/এইউএ