বাংলা৭১নিউজ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সাত বছরের এক কন্যা শিশুর খোঁজ মিলছে না।
ওই শিশুর বাড়ি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও গ্রাম দেখানো হলেও ওই গ্রামে গিয়ে তাকে পাওয়া যাচ্ছে না। গত ১২ ঘণ্টায় শিশুটির খোঁজে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আবদুল মান্নান।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ জামান বলেন, গত ১৩ এপ্রিল ওই শিশুটিকে নিয়ে হাসপাতালের বহির্বিভাগে জ্বর, সর্দি উপসর্গ নিয়ে আসেন তার স্বজনরা। পরে তার দেহের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।
শুক্রবার বিকালে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এ রির্পোট পাওয়ার পর শিশুটির খোঁজে ওই গ্রামে গিয়ে তাকে পাওয়া যায়নি ।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহ্ফুজার রহমান সরকার বলেন, জেলায় এখন পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের কোয়ারেন্টিনে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তবে, ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এ রোগের উপসর্গ নিয়ে এসেছে তারা এসেছিলেন।
বাংলা৭১নিউজ/ইউআর